বাংলা  ডেমো টেক্সট

বাংলা ডেমো টেক্সট

আমরা বাংলায় ওয়েব ডেডলপমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে প্রথম যে সমস্যাটার মুখোমুখি হই, সেটা হলো, বাংলা ডেমো টেক্সট। ইংরেজির জন্য lorem ipsum তো আছে । বাংলার জন্য কি আছে? সেই ধারনা থেকেই বাংলা ডেমো টেক্সট তৈরীর চেষ্টা। HTML এর প্রয়োজনীয় প্রায় সব ফরম্যাটেই বাংলা ডেমো টেক্সট তুলে ধরা হয়েছে। আশা করছি, এরি ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কাজে আসবে।

-অরিত্র আহমেদ

প্যারাগ্রাফ [ সূত্রঃ বাংলাভাষা-পরিচয়/১ ( রবীন্দ্রনাথ ঠাকুর ) ]


   <p>  জীবের মধ্যে সবচেয়ে সম্পূর্ণতা মানুষের। কিন্তু সবচেয়ে অসম্পূর্ণ হয়ে সে জন্মগ্রহণ করে। বাঘ ভালুক তার জীবনযাত্রার পনেরো- আনা মূলধন নিয়ে আসে প্রকৃতির মালখানা থেকে। জীবরঙ্গভূমিতে মানুষ এসে দেখা দেয় দুই শূন্য হাতে মুঠো বেঁধে।
   
   মানুষ আসবার পূর্বেই জীবসৃষ্টিযজ্ঞে প্রকৃতির ভূরিব্যয়ের পালা শেষ হয়ে এসেছে। বিপুল মাংস, কঠিন বর্ম, প্রকাণ্ড লেজ নিয়ে জলে স্থলে পৃথুল দেহের যে অমিতাচার প্রবল হয়ে উঠেছিল তাতে ধরিত্রীকে দিলে ক্লান্ত করে। প্রমাণ হল আতিশয্যের পরাভব অনিবার্য। পরীক্ষায় এটাও স্থির হয়ে গেল যে, প্রশ্রয়ের পরিমাণ যত বেশি হয় দুর্বলতার বোঝাও তত দুর্বহ হয়ে ওঠে। নূতন পর্বে প্রকৃতি যথাসম্ভব মানুষের বরাদ্দ কম করে দিয়ে নিজে রইল নেপথ্যে।
   
   মানুষকে দেখতে হল খুব ছোটো, কিন্তু সেটা একটা কৌশল মাত্র। এবারকার জীবযাত্রার পালায় বিপুলতাকে করা হল বহুলতায় পরিণত। মহাকায় জন্তু ছিল প্রকাণ্ড একলা, মানুষ হল দূরপ্রসারিত অনেক। </p>
                        

এক লাইন বিশিষ্ট প্যারাগ্রাফ [ সূত্রঃ আবোল তাবোল ( সুকুমার রায় ) ]


   <p>আয়রে ভোলা খেয়াল-খোলা , স্বপনদোলা নাচিয়ে আয় , আয়রে পাগল আবোল তাবোল</p>
                        

Definition List | ডেফিনেশন লিষ্ট [ সূত্রঃ পালামৌ ( সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ) ]


   <dl>
    <dt> প্রথম প্রবন্ধ</dt>
     <dd>
	        বহুকাল হইলো আমি একবার পালামৌ প্রদেশে গিয়াছিলাম, 
	        প্রত্যাগমন করিলে পর সেই অঞ্চলের বৃত্তান্ত লিখিবার নিমিত্ত দুই-এক জন বন্ধুবান্ধব আমাকে পুনঃপুন অনুরোধ করিতেন, 
	        আমি তখন তাঁহাদের উপহাস করিতাম। 
	 </dd>
    <dt> দ্বিতীয় প্রবন্ধ </dt>
     <dd>
   	     সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম, 
	        কোনো একজন মিলিটারি সাহেব 'পেরেড বৃত্তান্ত', 'ব্যান্ডের' বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন।
     </dd>
   </dl>
                        

Unordered List | আন-অর্ডারড লিষ্ট [ বাংলাদেশের বিভাগসমূহ ]


   <ul>
     <li> ঢাকা  </li>
     <li> চট্টগ্রাম </li>
     <li> রাজশাহী </li>
	 <li> খুলনা </li>
     <li> বরিশাল </li>
     <li> সিলেট  </li>
	 <li> রংপুর </li>
   </ul>           
                        

Unordered List | আন-অর্ডারড লিষ্ট - বেশি টেক্সট সহ [ বাংলাদেশের ইতিহাস ]


<ul>
   <li>  ১২০৫-১২০৬ খ্রিস্টাব্দের দিকে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজী নামের একজন তুর্কী বংশোদ্ভূত সেনাপতি রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে সেন রাজবংশের পতন ঘটান। </li>
   <li>  ১৭৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার শাসনক্ষমতা দখল করে </li>
   <li>  ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিপ্লবের পর কোম্পানির হাত থেকে বাংলার শাসনভার ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে আসে</li>
   <li>  ভারতীয় উপমহাদেশের দেশভাগের সময় ১৯৪৭ খ্রিস্টাব্দে ধর্ম গরিষ্ঠতার ভিত্তিতে পুনর্বার বাংলা প্রদেশটিকে ভাগ করা হয়। পাকিস্তান এর প্রদেশ হিসাবে জন্ম নেয় পূর্ব পাকিস্তান </li>
   <li>  ১৯৭১ সালে ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ  </li>
</ul>        
                        

Ordered List | অর্ডারড লিষ্ট [ বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ]


  <ol>
   <li> সেনাবাহিনীঃ ৩ লক্ষ [ রিজার্ভ সহ ] </li>
   <li> বিমানবাহিনীঃ ২২ হাজার </li>
   <li> নৌবাহিনীঃ ১৯ হাজার </li>
  </ol>           
                        

বাক্যভান্ডার

আগের সমস্ত ডেমো গুলো HTML এর বিভিন্ন ট্যাগ ভিত্তিক ভাবে তৈরী করা, আলাদা আলাদা তথ্যের ভিত্তিতে। তবে আপনি যদি সেগুলোর কোনটাই ব্যবহার না করেন, সে ক্ষেত্রে সাধারন ব্যবহার এর জন্য রয়েছে এই অংশটি। এখানে lorem ipsum এর একটি বাংলা সংস্করন তৈরী করা হয়েছে ।


  অংশ অংশভাক আঁইশ ইঁচড়েপাকা ঈক্ষণ ঈদৃক অংশভাগী জওয়ান অংশাঙ্কিত ইউক্যালিপটাস অংশাবতার হালহদিশ পিতৃতর্পণ টকানো ঈক্ষিত জগজ্জন তকতনামা আঁকুবাঁকু পঁইছা
  জগঝপ্প পঁহুছা দ্রাবিড়ী আঁকুড়ি ঈদৃক জগদম্বা টঙ্ক অংশিন্‌ জগদ্গৌরী আঁচা তকরার তিলপিটালি গজ-দাঁত অংশু ঈপ্সনীয় পইতা শংকরাভরণ হংসগমন পকড় অংশুধর ঈপ্সু ঈর্ষী
  জগদ্ধাত্রী আঁজনাই তক্তি শংসনপত্র হংসারূঢ়া দংশল তক্ষক অংশুমান ইকেবানা জগদ্বন্ধু ঈশিত্ব ইক্ষ্বাকু আঁজি অংসকুট টঙ্কক তক্ষণাস্ত্র পকোড়া দংষ্ট্রা শকটিকা হকচকা বঁইচি শকল
 
 বংশাঙ্কুর তক্ষণী আঁটকুড় ঈশ্বরদ্বেষী টঙ্কার পক্ববিম্বাধরোষ্ঠী শকারবকার হট্টবিলাসিনী বংশাবতংস ইঙ্গবঙ্গ পক্ষচ্ছেদ দংষ্ট্রাল হঠযোগ অষ্টনাগ পক্ষপাতিতা টনটনানি ঈশ্বরাজ্ঞা বউল   
                        

[ নিয়মিত আপডেট হচ্ছে ]

শব্দ গুলো দেখে সকলেই অবাক হয়েছে, এটা বলা বাহুল্য। অনেকেই ভাবছেন, এ সব শব্দের বেশিরভাগটাই নিজে থেকে বানানো। তবে সত্যটা হলো, এর একটাও বানানো নয়। সব গুলোই বাংলা ভাষার অংশ। উৎপত্তি অনুসারে বাংলাভাষার যে শ্রেনীবিভাগ রয়েছে, সেই পাঁচটি শ্রেনী বিভাগের ফলেই জন্ম নিয়েছে এই সকল শব্দ, যার অনেকগুলোই আপনি আপনার এই পর্যন্ত জীবনে একবারও শোনেননি।

এখানে বেছে বেছে বানান ও গঠনের দিক থেকে ব্যবহার করতে কঠিন, এমন কিছু শব্দ বাছাই করা হয়েছে। এটি একই সাথে আপনার ব্যবহৃত ফন্ট কতোটা নিঁখুত এবং আপনার ষ্ট্যাইলিং কতোটুকু সঠিক হয়েছে, নির্ধারন করতে সহায়তা করবে।

কৃতজ্ঞতা স্বীকার

  • অভ্র টিমঃ যাদের জন্য বাংলা আজ সবার কাছে
  • সারিম খানঃ অসম্ভব কে সম্ভব করার খারাপ গুণ আছে এই ব্যাক্তিটির
  • প্রলয় হাসানঃ কম্পিউটার এর এক কোনায় ফেলে রাখা আইডিয়াটা বাস্তবে নিয়ে আসার পেছনে অনুপ্রেরণার জন্য
  • এবং তাদের প্রতি, যারা বাংলা ভাষাকে সকলের কাছে পৌছে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলা লিখছেন, অন্যকে লিখতে উৎসাহিত করছেন।

বাংলা ডেমো টেক্সট প্রজেক্ট © অরিত্র আহমেদ & সারিম খান [ লাইসেন্স ]